নারায়ণগঞ্জে শুরু হলো পুলিশের দক্ষতা ও সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ


এসএম মিরাজ হোসাইন টিপুঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নির্দলীয়  ও নিরপেক্ষভাবে পরিচালনা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় শুরু হয়েছে,   পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম। 

০৫ অক্টোবর ২০২৫  (রবিবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) ।

উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ব্যাচের ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোযোগ বৃদ্ধি ও আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ইব্রাহিম হোসেন

অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) সহ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় নিয়োজিত সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন