রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ির পাংশা উপজেলার কসবা মাজাইল ইউনিয়নের সেনাবাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) ভোররাতে রাজবাড়ীর পাংশা উপজেলার সেনা ক্যাম্পের আভিযানিক দলের অভিযানে কসবামাইজালের শান্তিখোলা এলাকার চিন্হিত সন্ত্রাসী এবং হত্যা ও অস্ত্র মামলার তালিকাভূক্ত আসামি মোঃ মতিন বিশ্বাসের আস্থানায় অভিযান পরিচালনা করে তার ব্যবহৃত নৌকা হতে ০১ টি ওয়ান শুটার গান, ০৫ টি ককটেল, ০১ টি রামদা ও ০১ টি হকিস্টিক উদ্ধার করা হয়।
জানা যায়, অভিযান পরিচালনাকালে চিন্হিত আসামি আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় মতিন বিশ্বাসের ব্যবহৃত নৌকায় উক্ত অস্ত্রগুলো রেখে চলে যায়। যা পরবর্তীতে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে আইনি কার্যক্রম সম্পাদনের জন্য পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে পাংশা মডেল থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।