সুলতান আল এনাম, ঝিনাইদহ :
ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইসলামী ব্যাংক ঝিনাইদহ শাখার সামনে গ্রাহক ও চাকুরীপ্রত্যাশীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন ব্যাংকের গ্রাহক, চাকুরীপ্রত্যাশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে একটি প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে হাজার হাজার অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে এবং ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে।
তারা দ্রুত অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মীদের ছাঁটাই করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন নিয়োগ দেওয়ার দাবি জানান। পাশাপাশি ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
