খাগড়াছড়ি সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের দাবিতে মানববন্ধন


মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: 

খাগড়াছড়ি জেলায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি। বৃুধবার (০৮ অক্টোবর) সকালের জেলা শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন যৌথ আয়োজনে জেলা সদরসহ সকল উপজেলার পেশাজীবি সাংবাদিকবৃন্দ ব্যানারে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, খাগড়াছড়িতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্তা স্বীকার মৃত্যুর ঝুঁকিতে থাকে সাংবাদিকরা। এতে সরকারের প্রশাসনের উদাসিনতারসহ নানা কারণে সাংবাদিকদের উপর দুর্বৃত্তদের হামলার স্বীকার হতে হচ্ছে। খাগড়াছড়িতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিকদের সমাজের পেশাগত দায়িত্ব পালনে ন্যায়সঙ্গত বিচারের দাবিকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ - সভাপতি মোঃ জহুরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি জয়ন্তী দেওয়ান সহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বক্তব্য দেন।

মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি শেষে সাংবাদিকরা খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন