গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে দুর্গাপূজা পরবর্তী পূনর্মিলনী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দক্ষিনপাড়া বালাবাড়ি সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গনে জলসাঘর সংগীত একাডেমীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রঘুনাথপুর দক্ষিনপাড়া বালাবাড়ি দুর্গাপূজা কমিটির সভাপতি শান্তি রঞ্জন বালার সভাপতিত্বে ও জলসাঘর সংগীত একাডেমীর সাংগঠনিক সম্পাদক সুকান্ত বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দুলাল চন্দ্র বিশ্বাস, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা বিবেকানন্দ মালাকার, প্রভাষক ও একাডেমীর সিনিয়র সহসভাপতি মানবেন্দ্র বিশ্বাস মনু , ভূমি জরিপ প্রশিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস , শিক্ষক দিলীপ বসু , সাংবাদিক হেমন্ত বিশ্বাস কৃষ্ণ, প্রশান্ত কুমার বিশ্বাস প্রমূখ।
সংগীত পরিবেশন করেন জলসাঘর সংগীত একাডেমীর অধ্যক্ষ ও প্রভাষক মহানামব্র্রত সরকার দীপ (বিসিএস সাধারণ শিক্ষা) , সাধারণ সম্পাদক জ্যোতিশ বিশ্বাস, বিশিষ্ট সংগীত শিল্পী বিশ্বজিৎ বিশ্বাস বিশু, মনিষ সরকার মনি, মৌসুমী বিশ্বাস , প্রিয়ংকা বসু , শর্মী বিশ্বাস, জয়ীতা সরকারসহ আরো অনেকে।
এছাড়া মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে একাডেমীর প্রশিক্ষনার্থীরা। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়ন ও সহযোগিতায় ছিলেন সৌরভ বালা সাধন।
