এসএম মিরাজ হোসাইন টিপুঃ
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্তর্ভুক্ত যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভির আহমেদ রবিন যাত্রাবাড়ী ও ডেমরা এই দু'টি থানায় কমিটি ঘোষণা করে, অনুমোদন পত্রে স্বাক্ষর করেন।
ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণা পত্রে এস এম রেজা সেলিম আহ্বায়ক ও মোঃ আনিসুজ্জামান ওরফে (জামান) কে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এছাড়াও উক্ত কমিটিতে যাদেরকে রাখা হয়েছে তারা হলেন, মোঃ হযরত আলী, মোঃ কবির হোসেন খান, রফিকুল ইসলাম মানিক, মোঃ খোরশেদ আলম, মোঃ ইকবাল হোসেন, আক্তার হোসেন মোল্লা, আসাদুজ্জামান আশা, মোঃ আফজাল হোসেন, মোস্তাফিজুর রহমান খোকন, আব্দুল বারেক, মিলন খন্দকার ও মোহাম্মদ অহিদুল ইসলাম (ওয়াহিদ)।
যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণা পত্রে মোঃ জামশেদুল আলম শ্যামল আহ্বায়ক ও সোহেল আহমেদ খানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এছাড়াও উক্ত কমিটিতে যাদের নাম উল্লেখ্য করা হয়েছে তারা হলেন, শিপন খান, সোহেল মাহমুদ, অধ্যাপক মাহবুব আলম, মোঃ সালাউদ্দিন ওরফে (সালু), এহতেশাম উদ্দিন (নকীব), সুমন আনসারী (মনা), হামিদ মোল্লা, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ জাকির হোসেন ওরফে (জিকু), মোঃ আব্দুল কাদের, মোঃ মনির হোসেন এবং মোঃ হানিফ (বড়)।
উক্ত কমিটির ঘোষণা পত্রে সদস্য হিসেবে যাদের নাম রয়েছে তারা হলেন, বাদল সরদার, জাহেদ আল লতিফ খোকা, ইসহাক তালুকদার, জাহিদ হোসেন শিপলু, বাহার ফরাজী, সিরাজ-উ-দ্দৌলা খোকন, তারিকুল ইসলাম তারেক, ফেরদৌস আহমেদ রনি, ফারুকুজ্জামান মঞ্জু, মোঃ মাসুম দেওয়ান, মোঃ আতিকুল হক, সৈয়দ আহমেদ, নাসিম বিন ফারুক ওরফে (মনির), আবদুর রহিম শিকদার, নাসর উদ্দীন নাছির, আনোয়ার হোসেন (ভুট্টু) ও মোঃ মাসুদ রানা হৃদয়।
উল্লেখ্য যে, ঢাকা মহানগরীর অতি নিকটবর্তী ও গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী এলাকা, ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করতে বিলম্বিত হওয়ার কারণ জিজ্ঞাসা করলে, ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ধানের শীষ প্রতীকের একমাত্র কান্ডারী ও কারা নির্যাতিত নেতা আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন, দেশের প্রায় প্রতিটি জেলা উপজেলা ও থানা গুলোতে কমিটি ঘোষণা করলেও আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীদিনের একমাত্র সুযোগ্য রাস্ট্র নায়ক, আমার প্রিয় নেতা ও আমার একমাত্র অভিবাবক জনাব তারেক রহমানের নির্দেশ ছিলো এলাকা ও আসন ভিত্তিক মনোনীত সদস্য ঘোষণা দেয়ার আগে কোনোভাবেই থানা ভিত্তিক কোনোরকম কমিটি ঘোষণা করা যাবেনা।
জনাব তারেক রহমান আরোও বলেছেন, যে ব্যক্তি রাস্ট্র তথা দেশ ও দেশের জনগণের পাশে থেকে নিঃশ্বার্থ ভাবে সাধারণ মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করে এবং সর্বাবস্থায় দলের পাশে ছিলো, আছে, ভবিষ্যতেও থাকবে এবং দলের ভাবমূর্তি নষ্ট না-করে দলের স্বার্থে নিজেকে বিলিয়ে দিতে সর্বদা প্রস্তুত থাকবে, যে ব্যক্তি হবে সন্ত্রাস, চাঁদাবাজ, দখল বাজ ও দূর্নীতি মুক্ত এমন ব্যক্তিকেই দল থেকে মনোনীত করে নিজ এলাকার দায়িত্ব দেয়া হবে।
পরবর্তীতে দলের মনোনীত সেই ব্যক্তির মাধ্যমেই তার নিজ এলাকায় যোগ্য ব্যক্তি ও নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করবে।
তাই আমি আমার একমাত্র অভিবাবক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ অনুসরণ করেছি বলেই আমার এলাকার এই কমিটি ঘোষণা করতে বিলম্ব হয়েছে।
অন্যদিকে যাত্রাবাড়ী ও ডেমরা থানা কমিটি ঘোষণা করায়, ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা সেলিম ও আনিসুজ্জামান বলেন, আমারা দীর্ঘদিন অপেক্ষা করেছি আমাদের বড়ো ভাই ও একমাত্র অভিবাবক, ঢাকা-৫ আসনের ধানের শীষের একমাত্র কান্ডারী এই এলাকার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব নবী উল্লাহ নবী দলীয় মনোনয়ন পাবেন এবং আল্লাহর অশেষ রহমত ও আগামীদিনের রাস্ট্র নায়ক জনাব তারেক রহমানের ভালোবাসায় তাকে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে।
তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব নবী উল্লাহ নবীকে ঢাকা-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করবো ইনশাআল্লাহ।
এছাড়াও যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায়, আলহাজ্ব নবী উল্লাহ নবীসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভির আহমেদ রবিনকে ধন্যবাদ জানান এবং তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
