মোঃ জালাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক : সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মুশফেকুর রহমান বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শন উপলক্ষে থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম।
পরিদর্শনকালে ডিআইজি মোঃ মুশফেকুর রহমান ও জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম সহ জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা শ্রীমঙ্গল থানা জামে মসজিদে আসরের নামাজ জামাতে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে ডিআইজি সাধারণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মান ও জনগণের মতামত জানতে চান।
এ সময় স্থানীয় মুসল্লিরা উনার বিনয়ী, মানবিক ও ধর্মপ্রাণ আচরণে মুগ্ধ হয়ে বলেন, “ডিআইজি মুশফেকুর রহমান অত্যন্ত ভালো ও অসাধারণ মানুষ। এমন ডিআইজি অফিসার যদি সারা দেশে থাকতেন, তাহলে দেশ পরিবর্তন হতে সময় লাগত না, অতি দ্রুত বদলে যেত।” উপস্থিত মুসল্লিরা দোয়া করেন, আল্লাহতালা উনার সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করুন।
পরে পুলিশের চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ শেষে তিনি থানার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন, বিভিন্ন রেজিস্টার ও প্রশাসনিক নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি থানার হাজতখানা, ফোর্স ব্যারাক ও মেসও ঘুরে দেখেন এবং কর্মরত অফিসার ও ফোর্সদের কল্যাণ সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শন শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও থানার সামগ্রিক কর্মদক্ষতা নিয়ে অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ডিআইজি মোঃ মুশফেকুর রহমান। তিনি পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা, জনবান্ধব আচরণ ও সেবামুখী মনোভাব ও জনসেবার মানসিকতা বজায় রাখার গুরুত্ব তুলে নির্দেশনা প্রদান করেন।
ডিআইজি বলেন, “পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা, জনবান্ধব আচরণ ও সেবামুখী মনোভাব বজায় রাখতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় সাফল্য।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জ মোঃ রফিকুল ইসলাম খানসহ জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যবৃন্দ।
