বিশেষ প্রতিবেদক, ক্রাইমঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফিরোজ ও তার পালিত সন্ত্রাসী বাহিনীর মজুদ কৃত অস্ত্রের কাছে অসহায় ও জিম্মি হয়ে পরেছেন পুরো এলাকাবাসী।
সরেজমিনে তদন্ত অনুসন্ধান করে প্রমাণ পাওয়া গেছে, তারাবো পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা সহ তার সহযোগীরা এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ প্রতিদিন এলাকায় মহড়া দিয়ে একটি ভয়কংর পরিস্থিতি সৃষ্টি করছে।
এলাকার সাধারণ মানুষ এরকম অস্ত্রশস্ত্রের মুখে এই সন্ত্রাসীদের কাছে অসহায় ও জিম্মি হয়ে পরেছে।
এলাকার স্থানীয়রা জানান, অত্র এলাকায় এই ফিরোজ ও সোহেল বাহিনী বিএনপি নেতার পরিচয়ে স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানা গুলোতে চাঁদাবাজি, দখল বাজি সহ সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে কোনোরকম বাধা বিপত্তি ছাড়াই।
তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে অথবা মুখ খুললে তাদের জীবন হুমকির মুখে পরতে পারে বলে, প্রান হারানোর ভয়ে কেউ মুখ খুলতে নারাজ।
সরেজমিনে তদন্তে একটি ভিডিও ফুটেজে প্রমান রয়েছে যে, তারাব পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সহ -সভাপতি ফিরোজ প্রধান প্রকাশ্যে ইয়াবা সেবন করছে এবং সোহেল রানা বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র মজুত করছেন।
এলাকার স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা তারাবো এলাকার এই নামধারী বিএনপির সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে দ্রুত পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
