কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৪) অনুষ্ঠিত


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৪)। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টটির আয়োজন করেন শিমুল আহম্মেদ ও উবাইদুল। সার্বিক সহযোগিতায় ছিলেন শামীম আহমেদ। মাদককে না বলি, ক্রীড়াকে আকড়ে ধরি—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে ৯ জন করে খেলোয়াড় নিয়ে ৭ ওভারের ম্যাচে টুর্নামেন্টটি সম্পন্ন হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিধানী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল মেম্বার। অতিথিরা তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান।

ফাইনাল খেলায় শালিয়া বটমূল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং কোলা গোল্ডেন বয়েজ রানার্সআপ হিসেবে বিবেচিত হয়। চ্যাম্পিয়ন দল হিসেবে শালিয়া বটমূল স্পোর্টিং ক্লাব পায় ২টি রাজহাঁস, নগদ অর্থ ও একটি চ্যাম্পিয়ন ট্রফি। অপরদিকে রানার্সআপ দল কোলা গোল্ডেন বয়েজ পায় ১টি রাজহাঁস, নগদ অর্থ ও একটি ট্রফি।

খেলাটিতে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সেনা সদস্য আঃ রশিদ মিয়াজি, যিনি তার প্রাণবন্ত ধারাভাষ্যে খেলাটিকে আরও উপভোগ্য করে তোলেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক অবক্ষয় রোধে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন