সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের সরকারি কেসি কলেজ চত্বরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ছাড়াও ড্যাবের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে শহরের বিভিন্ন এলাকার কয়েকশ’ অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনা মূল্যে বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে মোট ২২ জন অভিজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সেবা দেন। আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
