মো. সাইদুল ইসলাম : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান অবস্থায় ড্রামের ভেতর থেকে এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৮ জানুয়ারি) সকালে গেদনাইল নয়াপাড়া এলাকায় খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মোহাম্মদ আলী (৩২)। তিনি ভোলার চরফ্যাশনের মুন্সিরহাট এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় জানান, সকালে খালে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ড্রামের ভেতর পা বাঁধা অবস্থায় মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মরদেহটি পচে যাওয়ায় পিবিআই প্রযুক্তির সাহায্যে তার পরিচয় শনাক্ত করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহ গুম করতে ড্রামে ভরে খালে ফেলে দেওয়া হয়েছে। রহস্য উদঘাটনে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
