নির্বাচন ও গণভোট উপলক্ষে সোনারগাঁয়ে অবহিতকরণ সভা


মোঃ নুর নবী জনিঃ আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে ভিডিওচিত্র প্রদর্শনী, পোস্টাল ভোট গণভোটের বিষয়াবলী ও নির্বাচনী আচরণ বিধিমালা সম্পর্কে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতমঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন অপরাজিতা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত। 

সভায় বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ সহকারী কমিশনার ভুমি (কাঁচপুর রাজস্ব সার্কেল)ফাইরুজ তাসনিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহিববুল্লাহ।

সভায় সোনারগাঁ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিতকরণ এবং নির্বাচন সংক্রান্ত আইন-কানুন ও বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 

বক্তারা ভোটাধিকার প্রয়োগে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন