Daily News BD Online

দারুন্নাজাত হিফয মাদরাসা'র প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল সম্পন্ন

 শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি কাউন্সিল আলহাজ্ব নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) : 

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী, ১২নং  সরাইপাড়া ওয়ার্ডের পদ্মপুকুর পাড়স্থ দারুন্নজাত হিফয মাদরাসায় দুই দিনব্যাপী হিফয প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, নতুন সবক প্রদান ও ইফতার মাহফিল ২১ রমযান বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ নুরুল আমিন। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদের সভাপতিত্বে এবং হাফেয সালমানের সঞ্চালনায় শিক্ষার্থীদের সবক প্রদান করেন তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার প্রিন্সিপাল হাফেয মাওলানা বেলাল হোসেন। এতে বিশেষ মেহমান ছিলেন পদ্মপুকুরপাড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হারুনুর রশিদ নুরী, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আরিফ বিল্লাহ, হাফেয জুনায়েদ, হাফেয আব্দুর রহমান, মুহাম্মাদ শফী, মুহাম্মাদ সেলিম, মুহাম্মাদ খোকন প্রমুখ । উপস্থিত মেহমানবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের ভূয়সি প্রশংসা করেন এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও বক্তাদের বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের পড়ালেখা সহ সুন্দর ব্যবস্থাপনার বিষয় উঠে আসে। ইফতার পূর্ব দেশ ও মুসলিম উম্মার উন্নতি এবং সমৃদ্ধিকামনা করে বিশেষ দোয়া- মোনাজাত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন