গোলাম রব্বানী টিটু, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সোমবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শতাধিক অসহায়, হত দরিদ্র মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে । উপজেলার ব্রিজপাড় নিবাসী আমেরিকা প্রবাসী হায়াত মাহমুদ লিটনের অর্থায়নে আবুল বাসারের পরিচালনায় তার নিজস্ব বাড়ি থেকে এ সমস্ত শাড়ি অসহায় মহিলাদের মাঝে বিতরণ করা হয় । এ সময় ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী-টিটু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু উপস্থিত থেকে শাড়ি বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন । প্রতি বছরের ন্যায় আমেরিকা প্রবাসী হায়াত মাহমুদ লিটন এলাকার অসহায় হতদরিদ্রদের জন্যে প্রত্যেক ঈদে ঈদ সামগ্রী বিতরণ করে থাকেন ।
Tags
বাংলাদেশ