ঈদের আনন্দ -গোলাপ মাহমুদ সৌরভ


ঈদের আনন্দ

-গোলাপ মাহমুদ সৌরভ

ঈদের আনন্দ আর উল্লাস নিয়ে
ছুটে যাচ্ছে মানুষ বাড়ি,
প্রচন্ড দাবদাহ আর ক্লান্তি শেষে
হাসি মুখে চড়ছে গাড়ি।

বাসের ছাঁদে আর ট্রেনের ছাঁদে
উঠছে মানুষ ঝাঁকে ঝাঁকে,
ট্রলার আর লঞ্চে পরিপূর্ণ করে
ঈদের খুশির বাঁকে বাঁকে।

এই ব্যস্ত শহর হচ্ছে ফাঁকা ফাঁকা
বন্ধ  সব কাজের চাকা,
জীবন ঝুঁকির কারো নাই যে ভয়
মনে যে ঈদের স্বপ্ন আঁকা।

পরিবার আর পরিজনদের নিয়ে
করবে যে ঈদের আনন্দ,
তাইতো মানুষ ছুটে যাচ্ছে গাঁয়ে
নাই যে কারো কোন দ্বন্দ্ব।

বছর ঘোরে আসে একটি দিন
আনন্দ আর উল্লাসের ঈদ,
ঈদের খুশি যে বিরাজ করে
মনে কতো প্রশান্তির গীত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন