Daily News BD Online

মধুখালীতে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত


হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) :

ফরিদপুরের মধুখালীতে তীব্র তাপদাহে জসজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এতে করে গরমজনিত সমস্যা বাড়ছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা।আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মধুখালীতে সোমবার ৪১° সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপদাহে ডায়ারিয়া প্রকোপও বেড়েছে সদর হাসপাতালে। কৃষক রায়পুর ইউনিয়নের কৃষক মো: হানিফ মৌলিক বলেন, তীব্র তাপদাহ চলছে রোজার মাস রোজা থেকে মাঠে কাজ করতে হচ্ছে প্রচন্ড গরমে বারবার মাথায় পানি দিচ্ছি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তীব্র তাপদাহে রাস্তা ঘাটে প্রয়োজন ছাড়া বের হচ্ছেনা সাধারন মানুষ।

ভ্যানচালক চালক ফরিদ মোল্যা বলেন, রাস্তা ঘাটে যাত্রী নেই রাস্তা ফাকা প্রচন্ডে গরমে মানুষ ঘর থেকে বের হচ্ছে না আমাদের ইনকাম কমে গেছে দুপুরের দিকে তো গাড়িই চালানো যাচ্ছে না তীব্র গরমে।

এই গরমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া এবং বেশি বেশি পানি এবং পানি জাতীয় ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন