ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে, এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
পৌর বিএনপির যুন্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুম্ম আহবায়ক আব্দুর রশিদ সাদা সহ উপজেলা বিএনপি পৌর বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দেরা বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলের আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
Tags
বাংলাদেশ