Daily News BD Online

মে দিবস


 মে দিবস

 -গোলাপ মাহমুদ সৌরভ

মে দিবস সফল হোক
সকল শ্রমিকের বাণী,
সঠিক কাজের মূল্য চাই
দূর হোক যত গ্লাণি।

কলের চাকা আমরা ঘুরাই
আমরাই শ্রমিক জানি,
মাথার ঘাম পায়ে ফেলে
পাইনা ন্যায্য মানি।

আমরা শ্রমিক দিনমজুর
চাই যে শ্রমের মূল্য,
অল্প টাকা বেতন মোদের
হয়না পরিশ্রমের তুল্য।

শ্রমের মূল্য যে দিতে হবে
মালিক পক্ষ যারা,
অতিরিক্ত শ্রমের হিসাব দাও
ওভারটাইমের ধারা।

কথায় কথায় ধমক দিয়ে
গায়ে তুলে যে হাত,
গালিগালাজ চোখ রাঙিয়ে
খাটায় যে দিন রাত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন