Daily News BD Online

ঈদ উপলক্ষ্যে ইমাম-মুয়াজ্জিনকে স্বজন সমাবেশের উপহার প্রদান


স্টাফ রিপোর্ট (সুনামগঞ্জ) : 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ উপহার (হাদিয়া) দিয়েছে যুগান্তর স্বজন সমাবেশ। শুক্রবার বাদ মাগরিব সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ২৫টি মসজিদের ৫০ জন ইমাম-মুয়াজ্জিনের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়।

‘আজাদ ফাউন্ডেশনের’ নিজস্ব তহবিলের অর্থায়নে ইমাম-মুয়াজ্জিনগণের মধ্যে ওই অর্থ প্রদান করা হয়েছে।

ইমাম-মুয়াজ্জিনদের হাতে উপহার হিসাবে নগদ অর্থ পৌঁছে দেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ‘আজাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা’ হাবিব সরোয়ার আজাদ, যুগান্তরের ফটোগ্রাফার শিহাব সরোয়ার শিপু, যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলার শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম সোহেল প্রমুখ।

উপজেলার ২৫টি মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের পক্ষে উপহার হিসাবে নগদ অর্থ গ্রহণ করেন- উপজেলার কামড়াবন্দ জামে মসজিদের খতিব মাওলানা সফিউল্লাহ, বাদাঘাট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, লামাপাড়া মসজিদের খতিব মাওলানা আব্দুল বাতেন সহ একাধিক ইমাম-মুয়াজ্জিনগণ প্রমুখ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওই দিন দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের প্রয়াত পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগের সংগঠক বৈদ মিয়া শাহের রুহের মাগফিরাত কামনায় এবং যুগান্তর পরিবারের সবার জন্য ইমাম-মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে দোয়া চাওয়া হয়।।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন