খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর পুলিশ লাইন সংলগ্ন মুজগুন্নি এলাকায় রেহেনা আক্তার (২০) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়য়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে মুজগুন্নি ১৩ নম্বর রোডের খুলনা পিএইচডি মিডউইফারি নার্সিং ইনস্টিটিউট'র হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রেহেনা আক্তার ওই প্রতিষ্ঠানের প্রথম বর্ষের শিক্ষার্থী। রেহেনা আক্তারের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছল আশাশুনি গ্রামের মোঃ আঃ রহিমের মেয়ে।
ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, রেহেনা আক্তার একজন নতুন শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম সংক্রান্ত বিষয়ে মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পরপরই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও তার সহপাঠীরা জানায়, বন্ধের দিনে হোস্টেলের ৫ম তলার উত্তর পাশে তার রুমে কেউ ছিল না। বিকেলে ফ্যানের সাথে ওড়না প্যাচিয়ে ঝুলে থাকা অবস্থায় দেখতে পেয়ে সহপাঠীরা বাইরে থেকে ডাক-চিৎকার করতে থাকে। পরে তারা দরজা ভেঙে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে খুলনা জেলার খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান জানান, ঘটনার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
