দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট,দুইজনের বিনাশ্রম কারাদণ্ড

 


ফারুক মিয়া : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন প্রশাসন।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে ৪৫ দিন এবং অপরজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের দুইটি স্পটে ব্যবহৃত আনুমানিক দুই কিলোমিটার দৈর্ঘ্যের পাইপ ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও অন্যান্য সরঞ্জাম অচল করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা না যায়। মোবাইল কোর্ট পরিচালনা করেন,দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন,দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই শাহাদাত হোসেন ও পুলিশ সদস্য। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন