ঝিনাইদহে ইয়াবা ও হেরোইনসহ নারী আটক


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ইয়াবা ও হেরোইনসহ আঁখি বেগম (২৭) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরের ১ নং ওয়ার্ড বিসমিল্লাহ পাড়া থেকে পলিথিন সহ ৭ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁকে গ্রেফতার করা হয়। আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রি হচ্ছে এমন তথ্যপ্রাপ্ত হয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আশীষ দাস সঙ্গীয় ফোর্সসহ শহরের বিসমিল্লাহ পাড়ার একটি বাড়িতে অভিযান চালায়। পরে সেখান থেকে পলিথিনে মোড়ানো ৭ গ্রাম হেরোইন ( আনুমানিক মূল্য ৩৫হাজার টাকা) ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১ লাখ টাকা) সহ আঁখি বেগম (২৭) নামের এক নারীকে আটক করা হয়। আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণির ৮(খ)/১০(ক) লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের পূর্বক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাসেম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। তারই অংশ হিসেবে আমাদের নিয়মিত অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে। আটককৃতকে মামলা দায়ের পূর্বক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন