Daily News BD Online

প্রথমবার সঞ্চালনায় প্রিয়মনি


 বিনোদন ডেস্ক: প্রথমবার অনুষ্ঠান উপস্থাপনা করলেন নবাগতা প্রিয়মনি। বাংলাদেশ টেলিভিশনের ঈদের ‘ছায়াছন্দ’ সঞ্চালনা করেছেন তিনি। ১১ এপ্রিল বাংলাদেশ টেলিভিশনের রামপুরা কেন্দ্রে অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়।

প্রিয়মনি জানান, ছোটবেলায় ছায়াছন্দ ছিলো আমার প্রিয় অনুষ্ঠান। ঈদের সময় প্রচারিত হওয়া ছায়াছন্দ দেখার সময় নাওয়া খাওয়া ভুলে যেতাম। তখন লোড-শেডিং হতো প্রচুর। ছায়াছন্দ দেখার সময় বিদ্যুৎ চলে গেলে মনটাই খারাপ হয়ে যেত। এর আগে কখনও উপস্থাপনা করিনি। এবারই প্রথম উপস্থাপনা করলাম। তাও পছন্দের একটি অনুষ্ঠানের। ভাবতেই ভালো লাগছে।
নিয়মিত উপস্থাপনা করবেন কি-না জানতে চাইলে প্রিয়মনি বলেন, আমি অভিনয়ে ফোকাসড। যদি বিশেষ কোনও আয়োজনে সঞ্চালনার সুযোগ আসে তাহলে ভেবে দেখব।
প্রসঙ্গত, প্রিয়মনি অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ মুক্তি পেয়েছে। রাজু আলীমের পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন