নিকলীতে কৃষকের পাশে ছাত্রলীগ নেতা সাবেক সাঃ সম্পাদক মোঃ আরিফ


নিকলী প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের নিকলীতে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে  নিকলী উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফ মিয়া। গতকাল নিকলীর হাওরে সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের অনুপ্রেরনায় ধান কাটা কর্মসূচিতে অংশ নিয়েছে সাবেক এই ছাত্র নেতা। এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা ছাত্রলীগ নেতা এস এম আকাশ,মোঃ রবিন, আল হাসান, জয়নাল আবেদীন ফয়সাল, মোশাররফ প্রমুখ।


মোঃ আরিফ মিয়া বলেন নিকলীতে পুরো দমে শুরু হয়েছে বোরো ধান কাটার মহোৎসব। ধান কাটার শ্রমিক সংকট ও বেশি মজুরীর কারনে যখন দিশেহারা দরিদ্র কৃষক। তখন কৃষক বাঁচলে বাঁচবে দেশ শেখ হাসিনার নির্দেশ এই স্লোগান বুকে ধারন করে  কৃষকের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং আমাদের এই কর্মসূচি হাওরে ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন