Daily News BD Online

গাছা মেট্রো থানা বিএনপির সম্মেলন সভাপতি বাবুল সম্পাদক কামাল উদ্দিন


গাজীপুর মহানগর প্রতিনিধি :
গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের জয়বাংলা রোড এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সম্মেলনে মনিরুল ইসলাম বাবুলকে সভাপতি ও কামাল উদ্দিনকে সাধারন। সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট গাছা মেটো থানা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। গাছা থানা বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। উদ্বোধক হিসাবে বক্তব্য দেন, গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার। বিশেষ। অতিথির বক্তব্য দেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পায়। সূরুজ আহম্মেদ, মো. আব্দুস সালাম, আব্দুর রহিম খান কালা, গাজী সালাউদ্দিন, আসাদুজ্জামান নূর মারা হাশেম প্রমুখ। প্রথম অধিবেশনে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে। দ্বিতীয় অধিবেশনে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর সভাপতিত্বে এ কমিটি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন