আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) :
রংপুর থেকে পরিবারসহ মালামাল নিয়ে বিরামপুর যাওয়ার পথে ফুলবাড়ী-রংপুর মহাসড়কে দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৩৩ হাজার কেভি’র বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটিতে ধাক্কা। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা যাত্রী আবু তাহের (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু। আহত নারী-শিশুসহ ৭ জন।
ঘটনাটি শনিবার (২৯ এপ্রিল) পৌনে ১টায় ফুলবাড়ী-রংপুর মহাসড়কে ভাগলপুর বাজার সংলগ্ন এলাকায় ঘটে। বিদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ায় ঝুঁকিতে পড়েছে মধ্যপাড়া পাথরখনির প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম।
নিহত আবু তাহের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের জানিপুর গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে। আহতরা হলেন, নিহত আবু তাহেরের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৩৫), তার ছেলে সাওয়ান (১০), মেয়ে সাদিয়া নওশিন (৩ মাস), একই এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুর রউফ বাদশা (২২), বিরামপুর উপজেলার সিকিনি গ্রামের রেজওয়ান (৫৫) ও তার স্ত্রী আলেয়া বেগম ৩৫) এবং নবাবগঞ্জ উপজেলার ফয়জার আলীর ছেলে হাফিজুর রহমান (৪২)।
নিহত আবু তাহেরের ভাতিজা মেহেদী হাসান বলেন, আবু তাহেরের আত্মীয় মো. রেজওয়ান চাকরি জনিত কারণে রংপুর থেকে বদলী হয়ে পরিবারসহ মালামাল নিয়ে বিরামপুর যাওয়ার পথে দুর্ঘনায় হতাহতের ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী মাসুদ আলী বলেন, মামা-ভাগ্নে এন্টারপ্রাইজ (ঢাকা-মেট্রো-ন-১৩-৯৭৬৬) নামক একটি ট্রাক পরিবারসহ আসবাবপত্র নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে রংপুর থেকে বিরামপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আকস্মিকভাবে ভাগলপুর বাজার সংলগ্ন এলাকায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে তারের সঙ্গে আটকে থাকে। এ ঘটনায় উল্লেখিত একজনের মৃত্যু এবং নারী ও শিশুসহ ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে হাফিজুর রহমান ও আব্দুর রউফ বাদশার আবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুর্ঘটনায় ৩৩ হাজার কেভি’র খুঁটি ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হয়েছে। এতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ ঝুঁকিতে পড়েছে। যদিও বিকল্প পথে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে খনি প্রকল্পে। তবে দ্রুততম সময়ের মধ্যে খুঁটি বদল করে বিদ্যুৎ সরবরাহ করার ব্যবস্থা না করা হলে খনির উৎপাদন কার্যক্রম চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ফুলবাড়ী নেসকো বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. উজ্জ্বল মিয়া বলেন, খুঁটি ভেঙ্গে যাওয়ায় ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে নতুন খুঁটি দিয়ে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে।
Tags
বাংলাদেশ