Daily News BD Online

মুরাদনগর রামচন্দ্রপুর থেকে ৬৫ পিছ ফেন্সিডিলসহ আটক ১


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযানে রামচন্দ্রপুর থেকে ৬৫ পিছ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০৪/২০২৩ইং রাতে বাঙ্গরা বাজার থানার এসআই সফিক উল্ল্যাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রামচন্দ্রপুর উঃ ইউনিয়নের বাখরাবাদ এলাকার আবুল কাশেমের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই বিষয়ে বাখরাবাদ গ্ৰামের আবুল কাসেমের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মাসুক (৩২) আটক করেছে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ জানান, বাখরাবাদ গ্ৰামের আবুল কাশেমের বাড়ি থেকে অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে এবং পরের দিন অভিযান চালিয়ে আবুল কাশেমের ছেলে মোঃ মাসুক (৩২) কে আটক করা হয়েছে।

এই বিষয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) ধারায় ১৪(গ) মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামিকে বুধবার কুমিল্লা আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন