Daily News BD Online

কৃষকের বোরোধান কেটে দিলো ছাত্রলীগ


মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

শ্রমিক সংকটে বোরো ধান ঘরে তুলতে পারছেন না কৃষক। ক্ষেতেই নষ্ট হচ্ছে পাকা ধান। এমন অবস্থায় প্রান্তিক কৃষকদের পাশে দাড়িয়েছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ। ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সরজমিনে গিয়ে দেখাগেছে, মাথায় গামছা, হাতে কাস্তে। কৃষকের ক্ষেতের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।
বোরো মওসুমে শ্রমিক সংকটের কারণে  পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কৃষক খালেক মাতবরের ক্ষেতের ধান সময় মতো কাটতে না পারায় নষ্ট হচ্ছিল। খবর পেয়ে  বৃহস্পতিবার দুপুরে ভূইয়ার হাওলা গ্রামে খালেক মাতবরের  তিন একর জমির ধান কেটে ঘরে তুলে দেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন জানান, কৃষকের বোরোধান কেটে দেয়ার জন্য ছাত্রলীগকে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রধানমন্ত্রীর নির্দেশের পর এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে। আমরা কৃষকদের বোরো ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। কৃষকের কোন সফল ক্ষেতে নষ্ট হতে দিবনা।

সুবিধাভোগী কৃষক খালেক মতবর জানান, আমার তিন একর জমির বোরোধান পেকে ক্ষেতে পরে আছে। শ্রমিক সংকটের কারণে  তীব্র রোদ আর দাবদাহের মধ্যে কৃষকের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দেয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
কৃষকের সকল সংকটে এভাবেই পাশে থাকার কথা জানিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এবছর পটুয়াখালী জেলায় ১৯ হাজার ৪৩২ হেক্টর জমিতে বোরোধান আবাদ হয়।
এভাবে সবাই পাশে দাড়ালে কৃষকের পাকা ধান মাঠে থাকবেনা। ছাত্রলীগের মতো এভাবে সকলে এগিয়ে আসবে বলে আশা করছেন কৃষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন