অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়।
সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১ ঘটিকায় চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষক প্রনবেশ অন্তু চৌধুরীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় ঐতিহাসিক ১৭ ই মার্চ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার কুমুদ রঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক বিকুল চক্রবর্তী, ঝলক দত্ত,বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম, লাভলী দত্ত, অনিতা দেব, মিতালী দেব, সোমা পাল,বিথী পাল, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।
Tags
বাংলাদেশ