মোক্তার হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি :
খুলনার কয়রা উপজেলায় ৩নং কয়রা গ্রামে "মানবিক যুব সংঘ" শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রোকনুজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস. এম. শফিকুল ইসলাম।
উপজেলার ৩নং কয়রা গ্রামের যুবকদের সামাজিক কাজে উদ্বুদ্ধ করার জন্য তরুণ যুবক মুজাহিদুল ইসলাম আকাশের নেতৃত্বে মানবিক যুব সংঘ সংগঠনের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান এস,এম শফিকুল ইসলাম।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস. এম. বাহারুল ইসলাম, সদরের প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সানা,উত্তর বেদকাশ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ কারিম, মহারাজপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আবু সাঈদ সহ অন্যান্যরা।
ইফতার মাহফিলের আলোচনা সভায় বক্তারা মাহে রমাদানের গুরুত্ব, তাৎপর্য, শিক্ষা এবং রমাদানে করণীয় ও বর্জনীয় সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে কথা বলেন। এছাড়া সামাজিক ও নৈতিক অবক্ষয় দূরীকরণ , সু-শিক্ষিত জাতি গঠনে দ্বীনি শিক্ষার মানোন্নয়ন ও গুরুত্ব সম্পর্কেও কথা বলেন।
Tags
বাংলাদেশ