Daily News BD Online

বিবিরহাটে হাতেনাতে চোর আটক


ফজলুর রহমান, ফটিকছড়ি (চট্টগ্রাম) L


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সদর বিবিরহাট বাজারে হাতেনাতে মিজান (৩৪) নামের আরেক চোরকে গ্রেপ্তার করেছে বাজারের নৈশ প্রহরী। রোববার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে বাজারের পানহাট স্বপ্নপুরী ক্লথ স্টোর নামের এক দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। বাজারের নৈশ প্রহরী মোহাম্মদ ইউছুফ বলেন- খুব ভোরে আমি দায়িত্ব পালন করছিলাম এসময় আটককৃত চোর বাজারে চলাফেরা করার সময় আমার সন্দেহ লাগে। লুকিয়ে তাকে অনুসরণ করার এক পর্যায়ে দেখি সে স্বপ্নপুরী দোকানটির তালা কেটে কাপড় এবং অন্যান্য সামগ্রী চুরি করছে। এসময় আমি তাকে গিয়ে ধরলে সে পালিয়ে যায়। পরে আমি চুর চুর করে চিৎকার করলে আমাদের আরেকজন নৈশ প্রহর কালু সহ অন্যান্যরা এগিয়ে আসলে তাকে হাতেনাতে আটক করি। এসময় তার কাছ থেকে ৮৬ হাজার টাকা, একটি স্মার্ট ফোন, ১ গাইট কাপড়, ১টি মোটরসাইকেল, ম্যানিব্যাগ ও ২টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

 চুরের দেয়া তথ্য অনুযায়ী তার নীজ বাড়ি বরিশাল বিভাগের ভোলা সদরে। সে বসবাস করে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট এলাকার। তার বাবার নাম মোহাম্মদ ইসমাইল। এ ব্যাপার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন- আমাদের নৈশ প্রহরীরা ওই চোরকে হাতেনাতে আটক করে। আমরা চুরি হওয়া দোকানের মালিককে মামলা করার পরামর্শ দিয়েছি। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। খবর পাওয়ার পরপরই ফটিকছড়ি থানার এস আই আলমগীর ও মাসুদ সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করে এবং চুরি হওয়া মালামাল জব্দ করে থানায় নিয়ে আসে। এরআগে, গত ১৪ এপ্রিল ফটিকছড়ি থানা মসজিদ থেকে মুসল্লীর ২টি মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার সময় এক চোর আটক করে জনতা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন