Daily News BD Online

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে এতিম শিশুদের মাঝে সাতক্ষীরা জেলা পুলিশের পোষাক বিতরণ


আশিকুজ্জামান খান, সাতক্ষীরা প্রতিনিধি :
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় এতিম শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে রবিবার বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে কোমলমতি এতিম শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। নতুন পোষাক বিতরণ অনুষ্ঠানে শহরের কাটিয়া মাঠপাড়া এতিমখানা ও সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল আমিনীয়া হাফিজিয়া মাদ্রাসার ৭৭জন শিশু ও ৩জন শিক্ষককে নতুন পোষাক প্রদান করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। এসময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য শিশুদের মাঝে নতুন উপহার বিতরণ করা হচ্ছে। করোনা ও রশিয়া-ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বে যে আর্থিক সংকট সৃষ্টি হয়েছে। তা থেকে পরিত্রাণ পেতে আমরা চেষ্টা করছি। পবিত্র রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে নতুন পোষাক উপহার দেওয়া হচ্ছে।  তিনি আরো বলেন, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতায় ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের প্রত্যেকের কাজ করতে হবে।  উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ উপহার পেতে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করি। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, ডিআইও(১) ইয়াছিন আলম চৌধুরী প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন