রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)'র শুভ উদ্বোধন হয়েছে।
কুষ্টিয়া জেলা পরিষদ ভবনে রবিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
কুষ্টিয়া জেলা পরিষদে উদ্বোধন হওয়া ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সপ্তাহে ৫দিন (রবি-বৃহস্পতিবার) অফিস চলাকালীন সময়ে ভিসার আবেদন জমা দেওয়া ও পাসপোর্ট বিতরণ কার্যক্রম চলবে।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুব-উল আলম হানিফ (এমপি)'র প্রচেষ্টায় কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। ফলে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য গমনেচ্ছুদের জন্য নতুন দ্বার উন্মোচিত হলো।
কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)'র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুব-উল আলম হানিফ (এমপি), বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।
Tags
বাংলাদেশ