Daily News BD Online

নওগাঁয় জেলা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান


এ.বি.এম.হাবিব :
নওগাঁয় জেলা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটি ২০২৩-২৪ এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর স্থানীয় পত্রিকা দৈনিক প্রথম সংবাদ এর সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ সভাপতি, বাংলা টিভি ও দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক আশরাফুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক এবং দৈনিক সরেজমিন বার্তা এবং The Daily Citizen times পত্রিকার সাংবাদিক এ.বি.এম. হাবিবুর রহমান হাবিব সাংগঠনিক সম্পাদক এবং ১৭জন কার্যনির্বাহী কমিটির সদস্য সহ সর্বমোট ২৭জন সদস্যর এই অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক বা পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫এপ্রিল) বিকেলে নওগাঁ শহরের ফুড প্যালেসে জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর উদ্যোগে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ,নওগাঁ জেলা পুলিশ সুপার মুহা. রাশিদুল হক এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.ফজলে রাব্বী বকু। এ ছাড়াও নওগাঁ জেলার বিভিন্ন অঙ্গসংগঠনে সমাজ সেবক,ব্যাবসায়ী ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস. এম আজাদ হোসেন মুরাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ, পুলিশ সুপার মুহা. রাশিদুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি সরদার সালাউদ্দীন মিন্টু, জেলা সাংবাদিক ইউনিয়নের  সাবেক সভাপতি এ্যাড.শহীদ হাসান সিদ্দিকী স্বপন,কার্যনির্বাহী সদস্য কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম, এপিপ এ্যাড. মোজাহার আলী প্রমূখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি পর্বে সম্মাননা স্বরক দিয়ে সংর্বধণা প্রদান করেন।সবশেষে সভাপতির সমাপুনি বক্তব্য দেন।
পরিশেষে দোয়া ও ইফতার মধ্যদিয়ে অনুষ্ঠানের সকল কার্যক্রম সুসুম্পর্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন