Daily News BD Online

রাঙ্গাবালীতে অগ্নিকাণ্ডে বসত ঘর ভস্মীভূত


মোঃ কবির হাওলাদার, পটুয়াখালী জেলা :


পটুয়াখালী জেলার  রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন গ্রামে মোঃসেকান্দার মৃধার (৬০) বাড়িতে আগুন লেগে ১টি টিনশেড বসত ঘরসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী কাছ থেকে জানা যায়, সকাল ১১ টার দিকে সেকান্দার মৃধার নাতনি ছাওদা আক্তার (৯) দূর থেকে ঘরের ভিতর আগুন দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন ততক্ষণে ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ, কে সামসুদ্দিন আবু মিয়া এই বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।আগুনে ক্ষতিগ্রস্ত সেকান্দার মৃধার স্ত্রী মোসাঃ রওশনারা বেগম বলেন, “আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি।” সেকান্দার মৃধার ছেলে বউ রুব্বান আক্তার বলেন,আমি ঘরের ভিতরে আমার ছোট্ট শিশুকে ঔষাধ খাওয়াচ্ছিলাম এ সময় আমার মেয়ে বাহির থেকে আমাকে ডেকে বলে মা ঘরে আগুন আমি দ্রুত আমার কোলে থাকা ছোট্ট শিশুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসি। অন্যদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্র ইনচার্জ সজল কান্তি দাস বৃহস্পতিবার দুপুর ১টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তের বাড়িতে সরেজমিনে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৪০০০টাকা দেয়া হয়।


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন