চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
গত ০৪ মে ২১:৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার ১৮৪/২ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাটুল পাড়া আমবাগান নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানের সময় ০৫ চোরাকারবারী ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করা হলে তারা ০২ টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল কর্তৃক ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে মালিকবিহীন ২৭০০০ পিস ইয়াবা এবং ০১ কেজি হেরোইন আটক করতে সক্ষম হয়।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। ৫৯ বিজিবি'র প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
Tags
বাংলাদেশ