মোঃ হাসান মিয়া, বেড়া (পাবনা) :
পাবনা আমিনপুর থানা নয়াবাড়ী মধ্যপাড়া মসজিদের নতুন ভবন নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয় এলাকার প্রভাবশালী সন্ত্রাস আতোয়ার বিরুদ্ধে।
জানা যায়,গত কাল ১২ই মে শুক্রবার নয়াবাড়ী গ্রামের মিরাজের শেখ তার নিজ ক্রয় করা সম্পত্তি থেকে এলাকায় নতুন মসজিদ করার উদ্দেশ্য ৫শতাংশ জমি, পক্ষে সভাপতি নয়াবাড়ী মধ্যপাড়া বায়তুর নূর জামে মসজিদ নামে লিখে দেন। এলাকাবাসীর সবার সহযোগিতায় নির্ধারিত স্থানে মসজিদের নতুন ভবনের কাজ শুরু করলে এলাকার প্রভাবশালী আতোয়ার শেখ কিছু বহিরাগত সন্ত্রাস বাহীনি এনে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা কাজ বন্ধ করে দিয়েছে বলে জানান স্থানীয়রা।
এ বিষয় পাবনা আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান অভিযোগ পেলে ওআইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tags
বাংলাদেশ