পটুয়াখালী জেলার কলাপাড়ায় মাদ্রাসার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


সুভাস দাস,পটুয়াখালী :
পটুয়াখালী জেলার  কলাপাড়া উপজেলার মহিপুর থানা পুলিশ এক মাদ্রাসার ছাত্রী যুথির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ  উদ্ধার করেছে পুলিশ। ১৪.০৫.২৩ইং তারিখ রোজ রবিবার দুপুরের দিকে মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে। নিহত জুথি আক্তার (১৪) বিপিনপুর গ্রামের মোঃ হান্নানের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

স্থানীয়  ও নিহতের স্বজনরা জানায়, রবিবার  সকালের দিকে স্বাভাবিক ছিল জুথি। সে এভাবে গলায় ফাঁস দেবে বিষয়টি কেউ ভাবতেও পারেনি। সকালে যুথি খাবার খেয়ে প্রতিবেশীদের বাড়িও যায়, আবার সে বাসায় চলে আসে। এরপর অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোজাখুজি করতে গিয়ে বাড়ির মালামাল রাখার ঘরের পাশে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। তাৎক্ষণিক স্বজন ও স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।  
         মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাফিজুর রহমান জানান, তারা স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন। নিহত জুথি তার মামাবাড়ি থেকে পড়াশুনা করত।  প্রায় ১০ বছর আগে তার মাও এভাবে মারা যায়। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে  তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন