আনোয়ার হোসেন, রংপুর জেলা প্রতিনিধ :
রংপুর পীরগঞ্জে চলতি বোরো মৌষমে পাকা ধান কাটতে শ্রমিক সংকট ও কৃষকদের দুংখের কথা চিন্তা করে এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামের মৃত হবিবর রহমানের পুত্র প্রান্তিক চাষী জহুরুল ইসলামের ৭৫ শতক জমির ধান কাটতে শনিবার ( ১৩ মে) বিশেষ সহায়তা করলো পীরগঞ্জ উপজেলা কৃষক লীগ।
জানা যায়, পীরগঞ্জ উপজেলার বড় করিম গ্রামের প্রান্তিক পর্যায়ের ধান চাষী জহুরুল ইসলাম আর্থিক সংকটের কারণে তার জমির ধান কাটতে পারছিলো না।
এ খবর পেয়ে সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ উপজেলা শাখা'র মামুনুর রশিদ মেরাজুল দলীয় সিদ্ধান্তে জন প্রতি সাত শত টাকার মজুরির বিনিময়ে দশ জন ধান কাটা শ্রমিক ও কৃষক লীগের নেতাকর্মীসহ জহুরুল ইসলামের ৭৫ শতক জমির ধান কেটে দিতে সহায়তা করে।
এ সময় উপস্থিত ছিলেন- সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আতাউর রহমান, বিপ্লব মিয়া সংশ্লিষ্ট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নান্নু সরকার, ফাত্তাহ মিয়া, সাধারণ সম্পাদক ফিরোজ, সুজন সর্দার, জহুরুল ইসলাম সহ উক্ত উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ ।
Tags
বাংলাদেশ