Daily News BD Online

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ এখন আমার পক্ষে -কাউন্সিলর মিজানুর রহমান


গাজীপুর মহানগর প্রতিনিধি :
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই সিটির নির্বাচনে ইতিমধ্যে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা নিজেদের জয়ের জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। নিজেদের জনপ্রিয়তা জানান দেওয়ার জন্য নিজস্ব ওয়ার্ডের রাস্তাঘাট অলিগলি চষে বেড়াচ্ছেন,ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশন, এই সিটির একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড ৩৩ নম্বর ওয়ার্ড এখানে ভোটার সংখ্যা ১৫ হাজার। এই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চার জন প্রার্থী। তাদের মধ্যে প্রচার প্রচারণায় এগিয়ে আছেন এই ওয়ার্ড থেকে দুই দুইবার নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান টিফিন ক্যারিয়ার মার্কায় নির্বাচন করছেন।
তিনি বলেন, আমি কাউন্সিলর থাকা অবস্থায় এই ওয়ার্ডে যে উন্নয়ন করেছি তার ই প্রতিদান হিসাবে জনগণ এখন আমার পক্ষে। এলাকার রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন ও অসামাজিক কার্যকলাপ নির্মূল করেছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা টিসিবির পণ্য প্রাপ্য যোগ্য ব্যক্তিদের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাার ঘোষিত, ডিজিটাল ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের সুখে দুখে পাশে থাকবো ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন