আনোয়ার হোসেন, রংপুর জেলা প্রতিনিধ :
বিশ্ব বরেন্য পরমানু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যু উপলক্ষে ০৯ মে মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে,পীরগঞ্জ, রংপুরে ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর এর সভাপতিত্বে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া এর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রাক্কালে (সকাল ১১.০০ ঘটিকায়) জেলা প্রশাসক, রংপুর ড.চিত্রলেখা নাজনীন ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী; উপজেলা পরিষদে চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার বিরেদা রানী রায়, রাজনৈতিক নেতৃবৃন্দ; জনপ্রতিনিধি; বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বর্ণাঢ্য জীবন এবং বহুমাত্রিক জাতীয় ব্যক্তিত্বের অধিকারী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ২০০৯ সালের ৯ মে মৃত্যুবরণ করেন।
Tags
বাংলাদেশ