এস এম রাসেলঃ কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকাতে সাম্প্রতিক সময়ে গরুচোরের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। প্রতিনিয়ত গরু চুরিতে কৃষকদের মাঝে আতঙ্কিত ছড়িয়ে পরে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার বরুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ গরু চোরকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।
জানা গেছে, কুমিল্লা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনা ও বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনের তত্ত্বাবধানে তদন্ত কর্মকর্তা সহ বরুড়া থানা পুলিশ গরু চোর চক্ররের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি পিক-আপ ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন (১) নুরুল ইসলাম শাহীন (২) মোহাম্মদ জামাল হোসেন (৩) মোবারক হোসেন (৪) বাদল মিয়া (৫) ইয়াসিন। এ ঘটনা বরুড়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন। তিনি বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা গরুচোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করেছে। এই আন্তঃজেলা গরুচোর চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Tags
বাংলাদেশ