Daily News BD Online

রায়গঞ্জে ৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার


রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের উত্তর ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ মে) সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে ও রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এক অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রায়গঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত (ওসি) ওয়াসিম আল বারীর নেতৃত্বে এস আই নুরে আলম,এস আই আব্দুল মান্নান,এ এসআই আলী আকবর,এ এস আই আল আমিন,নারী এ এসআই জেসমিন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানাধীন ধামাইনগর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামে অভিযান চালিয়ে আসামি ফজলুর রহমানের বসত বাড়ি থেকে ৫ কেজি গাজাসহ মোট ৩ জনকে গ্রেফতার  করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উত্তর ফরিদপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ফজলুর রহমান(৫৪),উপজেলার বৈকন্ঠপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ(৩৫),গ্রেফতারকৃত জাহিদুল ইসলামের স্ত্রী ঝর্ণা খাতুন(২৫)।

উল্লেখ্যঃ বৃহস্পতিবার সন্ধায় উপজেলার চর ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মজিদ শেখের ছেলে জিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী রিপন শেখ(৩০) কে ১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেন থানা পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন