Daily News BD Online

দেওয়ানগঞ্জে ঘাট দেখতে এসে যমুনা নদীতে কিশোর নিখোঁজ

ফারুক মিয়া, জামালপুর জেলা প্রতিনিধি :

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের ছুটিতে বাড়িতে এসে ফুটানীবাজার বাহাদুরাবাদ ঘাট দেখতে গিয়ে তাওহীদ আদনান আপন (১৬) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার উপজেলার ফুটানীবাজার বাহাদুরাবাদ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ তাওহীদ আদনান আপন উপজেলা চিকাজানী এলাকার মহিউদ্দিন হিরুর ছেলে।


জানা যায়, চিকাজানী এলাকার মেজবাহ-উল-হক বাবুর ছেলে মো. আলিফ, মহিউদ্দিন হিরুর ছেলে তাওহীদ আদনান আপন ও শেরপুরের জাহাঙ্গীর আলমের ছেলে শুভ্র এক সাথে হলকারচর ফুটানীবাজার বাহাদুরাবাদ ঘাট দেখতে যায়। সেখানে গিয়ে তারা ঘাটে নোঙর করা যাত্রীবাহী লঞ্চে ওঠে এবং তিন জন এক সাথে সারিবদ্ধ হয়ে লঞ্চের কিনারায় একজন অন্যজনের হাত ধরে পানিতে পা দোলাতে থাকে। সে সময় তাওহীদ আদনান আপন হাত ফঁসকে নদীতে পড়ে যায়। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখোঁজি করে তাওহীদ আদনান আপনকে খোঁজে পায়না। পরে ফায়াস সার্ভিসে খবর দিলে তাদের একটি ডুবুরি দল উদ্ধার কার্য চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাওহীদ আদনান আপনকে খুঁজে পাওয়া যায়নি।


তাওহীদ আদনান আপনের নিখোঁজ হওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করে তার বাবা মহিউদ্দিন হিরু জানান, তাওহীদ আদনান আপন এবার এসএসসি পরিক্ষার্থী। তারা স্বপরিবারে জামালপুর সদরে থাকে। ঈদ উপলক্ষে বাড়িতে এসে আপন দুই বন্ধুর সাথে বাহাদুরাবাদ ঘাট দেখতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।


দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ কিশোরের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন