Daily News BD Online

লক্ষ্মীপুরে বজ্রপাতে শিশু নিহত


লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে বজ্রপাতে  নাইম হোসেন (১২) নামে এক শিশু নিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর হসপিটালের আর এম ও আনোয়ার হোসেন, স্থানীয়সূত্রে জানাযায়, নাইম স্থানীয়  রিয়াজ ফার্নিচারে কাজ করে।  দুপুর আড়াই টার দিকে বৃষ্টি শুরু হলে নাইম এবং তার মালিক রিয়াজ দুপুরে ভাত খেয়ে বাহিরে হাত দুইতে যায়। এমন সময় বজ্রপাত হলে নাইম দাঁড়ানো থেকে পড়ে যায়।  পরে রিয়াজ তাকে  সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করে।  নাইম পৌরসভার ১২ নং ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার  আব্দুল্যার ছেলে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন