এ.বি.এম.হাবিব -
নওগাঁয় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩জুন) বিকেল ৪টায় জেলা সিজিল সার্জনের আয়োজনে,সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা সিভিল সার্জন ডা: আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার।
এসময় ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ১৮ জুন জেলায় ২হাজার ৪৬০ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সি ৩৪ হাজার ৮৯৬ জন এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ১৮ হাজার ৪৭ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডা: আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার বলেন,গতবার ৬-১১ মাস বয়সি শিশুর লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ১৪৯ জন। এর বাস্তবায়ন হয়েছিলো ৩৩ হাজার ১১৬ জনকে। এছাড়া ১২-৫৯ মাস বয়সি শিশুর লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ১০ হাজার ৭৩১ জন। এর ব্যাস্তবায়নে ৩ লাখ ৯ হাজার ২৭৬ জনকে ভিটামিন 'এ' প্লাস খাওয়ানো হয়েছিল। তিনি বলেন, সকলের সহযোগিতা ও প্রচার প্রচারণায় এবার তারা ১০০% ব্যাস্তবায়ন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।