উজ্জ্বল রায়, নড়াইল থেকে :
নড়াইলে ৯০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। সোমবার সকালে নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা'র তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-খুলনা জেলার তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামের মোঃ বুরুজ শেখের ছেলে মোঃ জিহাদ শেখ (৪০) ও নড়াগাতী থানাধীন চাপাইল গ্রামের মৃত সোহরাব হোসেন ভূঁইয়ার ছেলে মোঃ ইলিয়াস হোসেন ভূঁইয়া (৪৮)। এ সময় জিহাদের নিকট থেকে ৬০ পিস ও ইলিয়াসের নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
Tags
বাংলাদেশ