Daily News BD Online

লোহাগড়ায় শিক্ষা উপকরণ বিতরণসহ রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


ফরহাদ খান, নড়াইল :


নড়াইলের লোহাগড়া উপজেলার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বৃত্তি প্রদান, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সততা সংঘের সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোহাগড়া উপজেলা প্রশাসন অনুষ্ঠানে সহযোগিতা করে।  

লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন-দুর্নীতি দমন কমিশন যশোর অঞ্চলের উপসহকারী পরিচালক শেখর কুমার রায়, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া, কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন-দুদকের উপসহকারী পরিচালক জালাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা এবং নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা। #


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন