নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয় অঙ্গনে বারাপুষা গ্রামের সকল জনগণের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক বারী। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন,আমার বিরুদ্ধে কম পক্ষে ৪০/৪৫ টি মিথ্যা মামলা করে ফ্যাসিষ্ট সরকারের দোসর বেকড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান ও কয়েস উদ্দিন। এ ছাড়াও বারাপুষা গ্রামের কমপক্ষে আরো ১৫ জনের বিরুদ্ধে গণমামলা দিয়ে হয়রানি করে আসছে। ছাত্রলীগ নেতা মিজানুর রহমান ও আব্দুর রহমান ও কয়েস উদ্দিন আমার স্বত্ব দখলীয় জমি নিজের দাবি করে একটি অসত্য বানোয়াট সংবাদ পরিবেশন করে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াশ চালিয়েছে। যা সম্পন্ন মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। এছাড়াও তিনি আরও বলেন মোকছেদ আলীর নিকট থেকে আমার ভাতিজা রানা ১১শতাংশ জমি ৮০হাজার টাকা দরে ক্রয় করেন। কিন্তু সেই জমি রেজিষ্ট্রি না দিয়ে টালবাহানা শুরু করেছে।
সংবাদ সম্মেলনে মামলার শিকার ভুক্তভোগী আবু তালেব বলেন আমার নামে ৮টি মামলা, আব্দুল জব্বার বলেন আমার নামে ২টি মামলা, লুৎফর রহমানের নামে ৬টি মামলা, জোকিম উদ্দিনের ২টি, রহম আলী ২টি, ইছাক মেম্বারের নামে ২টি, আক্তার আলীর নামে ১টি, আহেদ আলীর নামে ২টি, কামাল হোসেনের নামে ১টি, মোঃ ময়নাল মিয়ার নামে ১টি মামলা সহ নামে বেনামে অসংখয মামলা রয়েছে। আমরা এর প্রতিকার চাই।
সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
