কালিয়াকৈরে বিএনপি'র প্রস্তুতি সভা ও বেগম খালেদা জিয়ার স্মরণ আলোচনা সভা অনুষ্ঠিত



মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর :

গাজীপুরের কালিয়াকৈরে বেগম খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার কালিয়াকৈর উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে কালিয়াকৈর বিএনপির আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষক সম্পাদক হুমায়ুন কবির খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  ঢাকা বিভাগের বিএনপি  সংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ প্রমূখ, এ সময় বক্তারা বলেন, গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রার্থীর পক্ষে সবাই ঐক্যবদ্ধ। আগামী ১২ ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসনে ধানের শীষ কে বিপুল ভোটে বিজয়ী করার প্রতিজ্ঞা করেন। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক যুগে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সকল সকল নেতা কর্মীকে অনুরোধ করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গাজীপুরে এক আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মেয়র মুজিবুর রহমান সবাইকে সাথে নিয়ে ধানের শীষকে বিজয়ী করে গাজীপুর ১ আসন কে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আত্বার মাগফেরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন